১.
   টুম্পার প্রতি
             -কাব্য হাসান
দেখ নীলাকাশে ঐ-
লেগেছে মেঘেদের হৈচৈ;
বোন কই রে তুই কই?
আজ বৃষ্টি এলে নাচবি চল তা তা থৈ থৈ- তা তা থৈ থৈ।
******************************
২.
      টুম্পার প্রতি -২
            -কাব্য হাসান
হাওয়ার তরে, পাতার ঝড়ে,বাজছে সুর টুকটাক -টুকটাক;
ওই দূরে-দূরে, আকাশ জুড়ে যেনো সন্ধ্যে তারার ডাক,
নিশি হলে আখি মেলে, একটু হেলে আধার আকাশে দেখিস চেয়ে তুই-
তারা গুলি সব,চেয়ে থাকে নিরব তোর পানে শুধুই।।।
******************************
৩.
    টুম্পার প্রতি-৩
           -কাব্য হাসান
হাওয়া তোলা ধূলি ওড়া গোধুলিতে-
আমি  রোজ রংতুলিতে;
তোর বায়নার আকিবুকি করি মনের পাতায় কবিতার ছবি;
কখনো বা রাতের শশী,কখনো ভোরের রবি।
******************************
৪.
     টুম্পার প্রতি -৪
              -কাব্য হাসান
দুপুর পুড়ে,নুপুর সুরে নাচবি তুই কি?
শাল বাড়িতে,লাল শাড়িতে সাঁজবি তুই কি?
মাথার চুলে,খোঁপার ফুলে বাঁধবি তুই কি?
সাদা বকুলে নাকি কদম ফুলে মালা গাঁথবি তুই কি?
******************************



উৎসর্গ-আমার এক ছোটোবোন কে নিয়ে সাজানো এই অনুকাব্য সমগ্র।