ওরে, আমার শুকতারা দিদিভাই, শোন বলছি তোকে-
তুই ছাড়া যে আর, ঘুম আসে না আমার দুই চোখে;
থাকিস যে বহুদূরে-
বসে তোর ফেরার অপেক্ষায় ভাইটি তোর আদুরে;
ঘুমপাড়ানি গল্প শোনাবি আজ চল আয়-
জোৎস্না হয়ে আমার জানালায় ;
তোর গলার ওই মধুর সুরে-
আজ ঘুম আসুক আমার চোখ জুড়ে;
তুই দিদিরুপে আয় না আবার ফিরে-
অন্য সকল দিদির ভীড়ে;
দিবা রাতে-গরম ভাতে -
হাতে ব্যথার অযুহাতে;
খাবো খাবার-
রোজ তোর হাতে আমি আবার;
ঘুম বাহানায়-
জ্বালাবো তোকে রোজ করে ষোলোআনায়;
তুই-আমি মিলে এক-
গুছবো ব্যাগ;
আমার ভার্সিটি  সময়-
হয়ে বিনয়,
যাবো মেলায়-
বেলায়-বেলায়;
বৈশাখ এলে-
আমি তোর ডাক পেলে;
আবার করবো চুরি-
তোর হাতের রেশমি চুড়ি-
দুষ্টুমির ছলে;
যাবো আমি রসাতলে-
তোর আদরে
ভালোবাসার বায়না ধরে;
এলে আবার কবে তোর জন্মদিন-
নাচবো আমি তা-তা-ধীন-ধীন?
কপাল জুড়ে দিবো কবে খুশির হামি-
তোরে আমি?
আমি শুধু আজ উদাসীন-
হলেও তবে আজ  তোর জন্মদিন;
শুধু মনে পড়ে যায় তোর না ফেরার কথা-
জাগে নিরবতা;
নিস্তব্ধ সব কান্না-হাসি-
তুই বলে আজ পরকালবাসি।।।।




উৎস :আমার  বড়দিদির ২৬তম জন্মবার্ষিকী আজ।।। তার অনুপস্থিতিতে চোখের জলেই উৎযাপন হয় তার এই দিন টি।।আমার দিদির স্মরণে কাব্য টি রচনা..।