সমাজে আজ  যারা প্রতিবন্ধতার শিকার
কেন ক্ষুন্ন হবে ক্ষুন্ন তাদের অধিকার?
তাদের নিয়ে এতো কেনো ধিক্কার?
তাদের  ও দরকার সুশিক্ষার।


নয় অবজ্ঞা নয় অবহেলা-
তাদের প্রতি ভালোবাসা থাকুক সারাবেলা;
সুন্দর ভাবে বাচার পাশাপাশি-
তাদের মুখে ফোটাতে হাসি;
সবাই মোরা হই যেনো সচেষ্ট-
তারাও তো মানুষ,স্রষ্টার সৃষ্টি সর্বশ্রেষ্ঠ ;


আমরা ও তো পারি তাদের জন্য সাহায্যের  হাত বাড়াতে-
না দিতে একটি ও  নিষ্পাপ জীবন হারাতে;
আমরাও এনে দিতে পারি তাদের  জীবনে সব সুখ-
আর ভালোবাসা এক বুক।


তারাও তো চায় স্বাভাবিক জীবন-
তাদের ও আছে আমাদের মতো মন।