ওহে শোনো আমার প্রবাস বন্ধু, জেনেছো কি তুমি-
কেউ চাচ্ছে নিতে কেড়ে তোমার মাতৃভূমি;
আপন মাটি থেকে তুমি রবে দূরে, আর বলো কতোটা বৎসর-
বাচাও তুমি এবার বাচাও তোমার ঘর-
ওরা করবে নাকি করবে নষ্ট তোমার দেশের সবুজ
তুমি দিয়ো না তাদের মাটিও এক সুচ;
তুমি ওঠাও তোমার হাত
তুমি করো প্রতিবাদ
তোমার দেশের মাটি তুমি রক্ষে করো নিজে-
নাহয় যাবে সব যাবে লাল রক্তে ভিজে।
তুমি এসো ফিরে এসো চিরন্তনের জন্য-
করো হে করো তুমি এ মাটিরে ধন্য;
তুমি খুজে পাবো এখানেই তোমার জন্মানন্দ-
খুজে পাবে আরো মাটির আসল গন্ধ।।।।