আমি সেদিন ও দেখেছি আমার স্বপ্নে তোমায়-
দাড়িয়ে তুমি আমার অপেক্ষায়।
খোপায় বাধা চুলে –
সেজেছিলো রক্তিম এক গোছা ফুলে।
গায়ে মুড়িয়ে লাল রং-এর শাড়ি-
এসেছিলে আমার বাড়ি।
তোমার দুচোখে নিচে কাজলের স্পর্শ ছিলো,ছিলো মুগ্ধতা অবিন্যাসি;
আর ঠোট জুড়ে ছিলো লাল লিপস্টিক রাঙ্গানো কোমল মলিন মুচকি হাসি।
কপালে ছিলো তোমার লাল টিপ-
আর শাড়ির ভাজে ভাজে ছিলো কয়েকখানা ক্লিপ।
দু’হাতের কব্জি জুড়ে ছিলো খানেক কুড়ি-
তোমার পছন্দের লাল কাচের চুড়ি-
তোমার বা’হাতে ছিলো শাড়ির কুচি আর ডান হাতে একমুঠো গোলাপ,
তোমার কপাল বেয়ে ঘাম ঝড়ছিলো কয়েকফোটা  টুপ-টাপ।
পায়ে ছিলো তোমার লম্বা দু’খানা হিল জুতো-
তাতে বাধানো ছিলো কয়েক খানা লাল-সুতো।