কিছুই দিতে পারি নি মা তোমায় আমি ,গত আঠারোটি বৎসরে;
পেয়েছো শুধু কষ্ট-গ্লানি মা তুমি,শত কাজের অবসরে,
কখনো জানতে দাও নি মা তুমি আমায়,কি খেয়েছো কবে তুমি কোন বেলায়;
কখনো বুঝতে দাও নি মা তুমি আমায়,চোখের কতো অশ্রু ঝড়িয়েছো তুমি বাবার ভালোবাসার অবহেলায়,
কখনো দেখাতে পারি নি মা তোমার প্রতি আমার বুক ভরা ভালোবাসা;
কৃতগ্গ আমি মা,আমার কণ্ঠে তোমার ই মুখের ভাষা,
অবাক লাগে মা,তুমি এতো টি বছর ও পর-
আজ ও হও নি একটুকু ও স্বার্থপর,
তুমি মা আজ ও সেই আগের মতোই স্নেহ অর্পিতা;
তোমার নামে মা আমার আজ ভালোবাসা ভরা এই একটি কবিতা।।।।