শোনো মেয়ে -
তুমিতে আমার শান্তি,তুমিতেই ক্ষান্তি, তুমি তেই আমার জীবন-মরণ;
তুমিতেই ভালো-মন্দ,তুমি তেই আবার দ্বিধা-দ্বন্দ্ব,তুমিতেই আমার চরণ-বিচরণ,
তুমিতেই কান্না,তুমিতেই হাসি,তুমিতেই আমার সকল সপ্ন-আশা;
তুমিতেই রাগ-অনুরাগ,তুমিতেই জীবনের বাক, তুমিতে-ই ভালোবাসা,
তুমিতে ই ক্ষোভ,তুমিতেই বিক্ষোভ, তুমিতেই ইচ্ছে-অভিলাষ;
তুমিতেই লাভ,তুমিতেই বিলাপ,তুমিতেই আমি জীবন্ত লাশ,
তুমিতেই জয়,তুমিতেই বিস্ময়,তুমিতে ই আমার হার;
তুমি তেই আলো,তুমি তেই কালো,তুমিতেই আমার অহংকার,
তুমিতেই আমার উদ্যম,তুমি আমি উত্তম আবার তুমি তেই নির্মম;
তুমিতেই ক্ষয় ,তুমিতেই ভয়,তুমিতেই আমি নরম,
তুমিতেই চাওয়া,তুমিতেই পাওয়া,তুমিতেই প্রেম,
তুমি শক্তি,তুমিতেই আসক্তি,তুমিতেই দুটি হৃদয়ের ফ্রেম।।।।
তুমিতেই মান,তুমি অভিমান,তুমিতে আমার প্রাণ;
তুমিতে গান,তুমি তে টান,তুমিতেই আমার ত্রাণ;
তুমিতেই আখি জলের বরষা,তুমিতেই ভরসা,তুমিতে আমার স্বান্তনা;
তুমিতেই আমি অদৃশ্য,তুমিতেই নিস্ব,আবার তুমিতেই অভ্যর্থনা ,
তুমিতে পাপ,তুমি তে দাপ আবার তুমিতেই অভিশাপ ;
তুমিতে ঝাপ,তুমিতে চাপ,তুমিতেই উত্তাপ ,
তুমিতেই নিশ্বাস,তুমিতে উচ্ছ্বাস, তুমি তেই সর্বনাশ ;
তুমি বাস,তুমিতেই নিরাশ,তুমিতে উদাস ।