গহীন জলের প্রান্ত ছুঁয়ে
তীর্যক ভূমি-তীরে
ঝড়ের পাখিরা নিত্য নিশীথে
ফেরে বিধ্বস্ত নীড়ে।
নিচে লোনা জল করে ছলছল
আকাশ আলোয় ভরা
নির্ঘুম রাতে জোছনার সাথে
কথা কয় নীল তারা।
সোনালি পালক ঝরে একদিন
কষ্টেরা ধিকিধিকি জ্বলে
সুখ মন্থনে হারায় যে সুর
স্বপ্ন ভাঙ্গার কালে।