নিঝুমপুরের রোদ-হাওয়া
গায়ে মুঠো মুঠো মেখে
এখনো চলছি পথ মধ্যাহ্নের রথে।
দীপ্ত পায়ে ফিরে আসা রুদ্র বৈশাখ
ডেকে গেছে আমায় দুরন্ত কৈশোরে;
চৈতি-হাওয়ায় দুলে ওঠা
মৌরির গন্ধে-মাতাল
সোনালি বিকেল
এখনো জেগে আছে
এই রাতে, আমার শিয়রে।


আশ্বিনের শেষে
শিশির-স্নাত কোমল দুর্বাঘাসে
রোদ ঝলমল দীপ্ত সকাল
এখন অনেক দূরে।


সময় নিয়েছে তার
ন্যায্য হিস্যা কেটে
মেলে উদ্যত ভূজঙ্গ-ফণা;
অজস্র ঊর্মিরে লঙ্ঘি
তবুও নোঙ্গর, স্বপ্ন-জাল-বোনা।
পথ-ভোলা বাউলের সাথে
অদৃশ্য সুতোর গ্রন্থিতে গেঁথে
ক্লান্ত পায়ে হেঁটে চলা বহুদূর পথে
বেঁধেছে কে আমায় শূণ্য দিক-চক্রবালে !


আমার সুখের দিন
কিনেছি তোমার ঋণে
ফেরানো যাবেনা তারে
আর কোন-কালে।