নক্ষত্রের ম্লান আলোয় ঢেকেছে রাতের মানচিত্র;
আকাশের ক্যানভাসে ভাসে আবছায়া ঘোর
তখনও তরীখানি বাঁধা ছিল এইখানে এই ঘাটে;
ছিল ধারা জলস্রোত, বাহারি শৈবাল, ছিল ঢেউ
উন্মত্ত; মেঘে মেঘে বাতাসের দাপাদাপি
ছিল ঘাসের ডগায় জমে থাকা শিশিরে
আঁধারের প্রতিবিম্ব; আরও কত কী!
দু'পারে শ্বাপদের বসতিতে ছিল প্রাণের স্পন্দন;
ভালোবাসায় নতজানু ছিল উচ্ছ্বল যৌবন
জারুল বনে নব কিশলয় ডেকে আনতো ফাল্গুন!
ছিল কুয়াশার ঘণঘটা অযাচিত; পথ অচেনা
অর্গল বন্ধ দ্বার; দিবসের শেষ বেচাকেনা!
একদিন সব ছিল, নিদহারা রাত
দাঁড়িয়ে রইলো ঠায়, এলো না প্রভাত।


২৬.০২.২০১৭