যখন এলে অবেলায়
পাখিরা ফিরে গেছে নীড়ে
ব্যাকুল সন্ধ্যায়।
খোলস ছেড়ে
দিনান্তের তামাটে আকাশ
মুখ ঢেকেছে
নক্ষত্রের ভীড়ে।
একা তরী বেয়ে
যখন নিঃশব্দে এলে
শুক্লা দ্বাদশীর চাঁদ
তখন মরে গেছে
শীতের শীর্ণ নদীর চরে।