এখানে অন্ধ গলির
কোন এক দীপ নেভা সন্ধ্যায়
আলোর পাখিরা কাঁদে
তমসার পৃথিবীতে
ভোরের প্রতীক্ষায়।
শুকতারা জ্বলে সুখের স্বর্গে
আলোর পাখিরা তাই
জ্বলন্ত তারি বুকের চিতায়
জীবন বিলিয়ে দেয়।
নিত্য এখানে সূর্য ওঠে
ধরণীর পটে পুষ্পিত বনে
জোছনার ফুল ফোটে।
জীবনের সন্ধানে মৃত্যুকে বুকে বেঁধে
কখন শুকাবে অশ্রু তাই
আলোর পাখিরা কাঁদে।