জীবন নদীর বাঁকে বাঁকে দু:খ নামের ঢেউ
দু'কুল ভাঙ্গে চুপি চুপি কেউ জানে না কেউ!
সুখের তরী ভিড়বে বলে থাকিস নদীর পাড়ে
ভাটির টানে পথ ভুলে সে যায় যে অচিনপুরে!
সবাই যখন ছাড়ে তোরে বিজন পথে ফেলে
নামে যদি সন্ধ্যা তখন রাখিস প্রদীপ জ্বেলে।
অনিল তোর ঠিক অচেনা কখন ওঠে ঝড়
নিভিয়ে দেবে প্রদীপখানি সূর্য ডোবার পর।
হারিয়ে গেলে চন্দ্রালোক চিত্তে সাহস জ্বালো
সত্য যদি হয় পাথেয়, পথ হবে তোর আলো !


30/09/2017