আমাদের পাতিনেতা দিলদার ভাই,
কথা আর কাজে তার কোন মিল নাই!
যদি বলে যাব নিদ,  জাগরণে রয়
উত্তরে চরণ ফেলে, দখিনেতে যায়!


কাড়ি কাড়ি টাকা রেখে সিন্দুকে তার
বলে ওহ্ ফাঁকা হাত, চাই কিছু ধার!
দুই নায়ে চড়ে সে-যে নদী হয় পার
ঘোলা জলে ধরে মাছ ভেজে না কাপড়!


বদনে মধুর বোল, মনে হলাহল
সমুখে নীতির কথা, পাছে করে ছল!
লাগলে সুখের বায়ু কেঁদে হয় সারা
দুঃখ পেলে ছোটে হাসির ফোয়ারা!


চোর ধরে সাজা দেয় জনতার মাঝে
সুযোগে পুকুর চুরি করে সে-ই নিজে!
আপদমস্তক ঢেকে ধর্মের খোলসে
নিরবে জাবর কাটে পর ধন শুষে!


০৯•০২•২০১৮