পথের বাঁকে এসে থমকে দাঁড়াই
বকুলতলার সেই দীঘি
স্বচ্ছ জল, শান বাঁধানো ঘাট
সবুজ ঘাসে ছড়ানো
ঝরা বকুলের গন্ধ
এখনো জেগে আছে
কতকাল পর!
আকাশে ঝুলে আছে একফালি চাঁদ
দীঘির জলে তিরতির কাঁপে
বকুলের ছায়া।
অচেনা পথিক দেখে
তারস্বরে ডাকে নিশাচর।
রাত জাগা পাখি ডানা ঝাপটায়
শিরিশের ডালে।
বাঁকা হেসে চাঁদ
টুকরো হয়ে লুটিয়ে পড়ে
পদ্ম দীঘির জলে।
বকুল তলা পেছনে ফেলে
আবার পথে নামি
আধো-আলো, আধো-আধাঁরে।


০৭ নভেম্বর ২০১৭