চেনা নেই জানা নেই কোথাকার কেউ
জলের 'পর ঢিল ছুড়ে তুলেছিল ঢেউ!
ঊর্মির পেছনে ছিল অনিলের বেগ
ছড়িয়ে গেল তাই বাড়িয়ে আবেগ!
তীরে এসে ভীড়ে ঢেউ ফিরে যায় দূরে
ক্ষয়ে ক্ষয়ে কাদামাটি নদী হলো ধীরে!


দিন গেল রাত গেল যুগ হলো পার
ভেঙ্গে ভেঙ্গে ঢেউগুলো হলো ছারখার!
মেঘ আসে ঝরে নীর, নীড় ভাঙ্গে ঝড়ে
পাঁজরের অলিগলি বাজে বীণাসুরে!
অলখেই সরে গেল দৃষ্টির আড়ালে
চেনাই হলোনা তারে আর কোনকালে!


২১/০৭/২০১৭