যদি কষ্ট পাও কাঁদতে এসো কোন এক শ্রাবণ রাতে
পাঁজর ভেঙ্গে আকাশ যেদিন লুটাবে যুঁথিকার পাতে।
যদি পোড়ে মন, হৃদয় গহন জেগে রয় বেদনাতে
ক্ষনিক ভিড়াও তব তরীখানি পুরাতন সেই ঘাটে।
যদি বয়ে আনো কালের জমানো ব্যথার দীর্ঘশ্বাস
রেখে যেও তারে আমার শিয়রে সেই দহন-নির্যাস।
আঁধার খুঁড়ে বের করে দেখো সফেদ চাঁপার ঘ্রাণ
লুকিয়ে সেথায় ধীরে বয়ে যায় ফল্গুর কলতান।
কাঁচের দেয়ালে সোঁদা বেনোজলে লেখা হলে ধারাপাত
দুই জোড়া চোখে তাই দেখে দেখে কাটবে তাবৎ রাত।


১১•০৩•২০১৮
মিরপুর, ঢাকা।