তেপান্তরের মাঠ পেরিয়ে ছোট্ট সে এক গাঁয়
আমার মন যে ছুটে যায়
যেথায় পাখির গানে স্বপ্ন আনে মনে
যখন সন্ধ্যা নামে তাল-তমালের ছায় ।।


তারারা সব প্রদীপ জ্বালে আকাশ আঁধার হলে
হিজল তলে জোনাকিরা জ্বলে
কলমি ফোটা ঝিলের জলে চৈতি হাওয়া নাচে
ঝিঁঝিঁর ডাকে হৃদয় ছুঁয়ে যায় ।।


চাঁপা বনে ঝরা পাতায় বাতাস বাঁজায় বাঁশি
তারই গানে সেথায় ছুটে আসি
সন্ধ্যা-সকাল আকুল হয়ে আমায় সে যে ডাকে
আমি পাতব আসন তারি আঙ্গিনায় ।।