বাংলা আমায় দিয়েছ তোমার সকল উজার করে
এই আলো-হাওয়া ধুলো-মাটি মাখি সারাটি জীবন ভরে।।
এনেছো মাগো সাথে করে ওগো এত যে সুরভি সুধা
এই নদী-জলে ফুলে-ফলে ভরে মিটাও তৃষ্ণা ক্ষুধা।
ভোরের পাখিরা কাকলি শোনায় তোমার কুসুমবনে
রোদে ঝলমল সোনালি সকাল নতুন স্বপ্ন আনে।
তোমার ছোঁয়ায় জীয়নকাঠি হেসে ওঠে বারে বারে।।


তপ্ত বৈশাখে তরুছায়ে বসে জুড়াই ক্লান্ত দেহ
সজল শ্রাবণে ঘণ বরিষণে সজীব করেছ গেহ।
পৌষের দিনে পিঠা-পার্বণে সবে আনন্দে মাতি
ফাল্গুনে ভরা কৃষ্ণচূড়া রাঙিয়েছে বন-বীথি।
সুখ-স্বর্গের স্বপ্ন বুনেছি তোমার মাটিতে শুয়ে
অকাতরে মোর ভরিয়েছ ডালি রতন-মানিক দিয়ে।
তোমার কোলে মাথা রেখে মাগো যাই গো যেন মরে।।