সেদিনও ঘাসে সোনা রোদ ছিল; ছিল অধরা আঁধার-
সোনালি মেঘের জঠরে বেড়ে ওঠা প্রচ্ছন্ন বজ্রঝড়
ছিল স্বর্ণচাপার বৃন্ত হতে খসে পড়া ছিন্ন পাঁপড়ি;
দম ফুরনো ফানুস তখন নিরুদ্দেশের যাত্রী;
অগ্নিগিরির ছাই চাপা আগুনে পুড়েছে হিমাদ্রি শিখর
লুকিয়ে পাথরচাপা ঘাসে কষ্টেরা বেঁচে আছে নিরন্তর।


মৃত্তিকার দেহ ফুঁড়ে লোনা জল উবে গেছে দীপ্ত দহনে;
জমে জমে মেঘ হয়ে ঝরে গেছে সজল শ্রাবণে।
নক্ষত্রের ঘুর-পথ পাড়ি দেয়া পরিযায়ী পাখি;
আঁধারের চক্র হতে দূরলোকে মায়াজাল রাখি-
একদিন ফেরারীর বেশে-ফিরে জীর্ণ কুটিরে;
যখন শীর্ণ চাঁদ ডুবে গেছে মর্ত্য চরাচরে।