আমি চলে যাবো ব'লে
কাঁঠাল চাঁপার ফুল গন্ধ ছড়াবে
সন্ধ্যা নিবিড় হলে;
শ্রাবণের মেঘ কাঁদবে অঝোরে
কাজল নয়ন মেলে।


আমার যাবার কালে
ব্যকুল পাপিয়া ডানা ঝাপটাবে
নির্জন বনতলে;
ফাল্গুনি হাওয়া কেঁদে ফিরে যাবে
শূন্য নদীর কূলে।


আমি ফিরে না এলে
শীতের শিশির ঝরবে সকালে
পদ্ম দীঘির জলে;
দূর-নীলিমা মুছে যাবে ধীরে
সন্ধ্যা নামার ছলে।


এমন না হলে
রুদ্রবীণার ছিন্ন লহরী
থামবে না কোন কালে।