শান্ত প্রত্যুষ দেখে আজ মনেই হয়নি
দুপুরেই বৃষ্টি হবে সাথে নিয়ে অশনি।
ছিল বিক্ষিপ্ত স্বর্ণাভ রোদ নীলাম্বর জুড়ে
মেঘের ছিটেফোঁটা নেই নিকটে বা দূরে।
উদ্বেগ নেই ডানা মেলা পাখির চোখে
হরিৎপত্রের আড়ালে ঝিঁ ঝিঁ'র ডাকে-
আড়মোড়া ভেঙ্গে জাগে যুঁথিকা মালতি
কান পেতে রয় তারা শুনবে গীতি!
ভেবেছে কি কেউ এমন ঝলকিত দিন
বৃষ্টিতে ভেসে হয়ে যাবে ধূসর মলিন!
তবু বৃষ্টি এলো আকাশ ভেঙ্গে অঝোরে
কালো মেঘের ডানায় ভেসে ভর দুপুরে!
মেঠো পথ ছেড়ে হেঁটে চলে একা পথিক
কোথায় যে লোকালয় জানে না সে ঠিক!
কাক-ভেজা হয়ে; জোর পায়ে দূরে বহুদূরে
যে-করেই হোক যেতে হবে বৃষ্টির ওপারে।


২৫.০৫.২০১৭