কাকভোরে সব মানুষের রব ভরে ওঠে ষ্টেশনে
যাত্রীরা ছোটে বোঝা কাঁধে হাতে গন্তব্যের পানে।
কেউ বা তাকায়-ছোট বলে তায় দেয় না বাক্স পিঠে
দয়া করে কেউ পেটরা বহায়, ভাবে এটি কুলি বটে!
কোনদিন জোটে খাবার পয়সা কখনো থাকে সে ভুখা
নেই হা-হুতাশ, পিছুটান নেই, এ যে ললাটের লেখা!
মায়ের মুখটি আবছায়া হয়ে ভেসে আসে বারে বারে
কোথায় হারিয়ে গেল চিরতরে একাকী ফেলে তারে।
বাপ যে তার ফিরল না আর আজও কী আছে বেঁচে
কোথায় হারালো সব সোনামুখ বাঁধনের পাট মুছে।
রেলের চাকায় ঘুরে ঘুরে তায় এথায় সেথায় ফিরে
কুলি হয়ে তাই মিলল যে ঠাঁই ষ্টেশনের 'পরে।
সেই ছেলেটি ঘুমায় এখন রেল সড়কের ধারে
কে জানতো দিনগুলি তার কাটবে এমন করে!