একদিন বুঝবে প্রিয়
কেউ একজন তোমার দৃষ্টির আড়াল হলে
হৃদয়ের যাতনায় ছটফট করতো অব্যক্ত ব্যাকুলতায়
চারপাশে সবই থাকতো, তবুও শূন্য লাগতো তার পৃথিবীটা
হারানোর ভয় যখন তাকে ঘিরে ধরতো অক্টোপাসের মতো
সিঁড়ি ভেঙে ছাদের কোনো এক নিভৃত কোণে দাড়িয়ে
আকাশের নীল জলে শুধু তোমার মুখচ্ছবি খুঁজে বেড়াতো সে।


একদিন বুঝবে প্রিয়
কেউ একজন তোমার কথার অপেক্ষায় থেকে থেকে
হাজারো নির্ঘুম রাত কাটাতো কোনো রূপ ক্লান্তিহীন চোখে
শুধু একটিবার তোমার পবিত্র কন্ঠ থেকে 'তুমি' শোনার জন্য,
আলাপ যদি না হতো তার তোমার সাথে কারণে-অকারণে
ব্যালকনিতে বসে কেঁদে কেঁদে বুক ভাসাতো সে লোনাজলে
আর চেয়ে থাকতো তোমার হাসিমিশ্রিত কোনো নতুন সূর্যোদয়ে।


একদিন বুঝবে প্রিয়
কেউ একজন তোমার মন খারাপের সামান্য আভাস পেলে
প্রগাঢ় উন্মাদনায় অস্থির হয়ে যেতো একটুকরো খুশি এনে দিতে
তুমি কিছু না বললেও হৃদয়ের ভাষা ঠিকই বুঝে নিতো সে
তার মনের নীড়ে চোখের ভিড়ে শুধু যে তোমারই বসবাস ছিলো
মাঝেমাঝে তার ওপর তোমার অযথাই খুব রাগ পেতো
কিন্তু সে অনুরাগের ছোঁয়ায় আরো আপন করে নিতো তোমাকে।


একদিন বুঝবে প্রিয়, একদিন বুঝবে।