দুটো পাহাড়ের শীর্ষ বিন্দু ছুয়ে
প্রথম ভাঙন আনতে চাই আমার যৌবনে
সুডোল পাহাড়ের চূড়ায় ওঠা যদিও সহজ নয়
তবে তা অসম্ভবও নয় যদি ইচ্ছে  থাকে
তপস্যা হয়েছে অনেক সন্ন্যাসের নেকাবে
চার দেয়ালের বাইরে এবার নতুন অভিযাত্রা শুরু।


হাজারো আশ্চর্যে ঘেরা এই বসুন্ধরা
পাহাড়ের গুহাও তেমনি এক আশ্চর্য কিছু
পৃথিবীর সব দামি জিনিস এখান থেকে বের হয়
আমি কোন প্রত্নতাত্ত্বিক নই, তবে এতটুকু জানি
গুহার যাতায়াত পথের চারিধার
সৌন্দর্যের প্রতীক কিছু গুল্মলতায় আবৃত থাকে
এর ফলে গুহার ভেতর স্বর্গসুখ বিরাজ করে হামেশা।


আমার কিছু স্বর্গসুখের প্রয়োজন
তাড়াহুড়ো নেই, তবে কিছুটা লজ্জাবোধ আছে
তাই আমি গুহায় যাবো নিশাচরের মতো নিশিতে
একবার শীর্ষ বিন্দু ছোবো, তারপর
আবার গুহায় নামবো ক্ষুধার্থ বাঘের ক্ষিপ্রতায়
নিন্দুকেরা গালমন্দ করুক
আমি শুধু অনাবিল আনন্দে স্বর্গসুখ কুড়োবো।।