একাকিত্বের মাঝেও একধরনের রওনক আছে
সেখানে আড়ম্বরতা নেই,
আছে কিছু নির্মল সুখের অর্থহীন আনাগোনা
অর্থহীন বলেই হয়তো স্বার্থের বদবু নেই এতে,
হয়তো এ সুখ জীবন থেকে অনেক অনেক দূরে
কারো কারো কাছে অতি তুচ্ছ, নগণ্য
তবে যাদের জন্য জীবনের স্বাদটাই পানসে,
তাদের কাছে এই সুখ অমৃতের চেয়ে কিছু কম নয়।


একাকিত্বকে আমি বন্ধু করে নিয়েছি, প্রাণের বন্ধু
তার সাথে ইচ্ছেমতো মন খুলে কথা বলা যায়
এতো কথা বলি, তবুও সে বিরক্তবোধ করে না
উল্টো আরো বেশি বেশি শুনতে চায়
মন দিয়ে, হৃদয়ের গভীরতা দিয়ে
একাকিত্বের সান্নিধ্যে এসে
আমি যেনো আরো শক্তপোক্ত হয়েছি, পাথরের মতো
ভাঙনের গান এখন আর আমাকে আলোড়িত করে না
চাওয়া-পাওয়ার হিসেব এখন মূল্যহীন আমার কাছে
হৃদয়ের কোন ব্যথা নেই, কষ্টের জঞ্জাল নেই
সবকিছু ছাপিয়ে আজ আমি এক মুক্ত শ্বেত পায়রা।


আমি বাচতে চাই পৃথিবীতে
একান্তই নিজের মতো বাচতে চাই
আত্মার স্পন্দন আজ আমি শুনতে পাই খুশির ভিড়ে
এই আকাশ, এই বাতাস আজ আমায় ভালবাসে
এই মেঘ, এই রোদ্দুর আমাকে চুমু খায় আহ্লাদে
নিশ্বাসে-প্রশ্বাসে ছুঁয়ে যায় মনে আত্মবিশ্বাসের সুর
দুঃখের রাজ্যে আজ আমিই একমাত্র আত্মার ধনী।।