সত্যিই তুমি বিধাতার গড়া অপরূপ কোহিনূর
তোমার রূপের কিরণরশ্মি চমকায় বহুদূর
পূর্ণিমা চাঁদ তোমার আঁচলে খুঁজে ফিরে মঞ্জিল
তোমার ছোঁয়াতে এই পৃথিবীটা আরো বেশি স্বপ্নীল
অচেনা তবু কেন মনে হয় তোমাকে অনেক চেনা
যুগ-যুগান্তের হয়তো বা আছে অনাদায়ী লেনা-দেনা!