শোন না খোকন শোন!
তুই কি আমার কুড়িয়ে পাওয়া ধন?
তুই তো আমার চোখের মানিক
গহীন আলোড়ন।


যতোই থাকুক চাঁদের আলো
তুই ছাড়া সব ঝাপসা-কালো
তাইতো তোকে আগলে রাখি
বুকে সারাক্ষণ।


রাগ দেখালে একটু তোকে
অশ্রু যদি ফেলিস চোখে
কষ্টে তখন বুক ফেটে হয়
ঝরা ফুলের বন।


তোকে নিয়ে অনেক আশা
মনে বাঁধে বিপুল বাসা
তুই হবি শোন গরিব-দুখি
সবার প্রিয়জন।