ওপারে তুমি ভাল থেকো ফাইরুজ।
পারলে আমাদের ক্ষমা করে দিও!


ফাইরুজ' রা কেন আমাদের ক্ষমা করবে?
আমরা তো সবাই নিজেদের "আমি" তেই বন্দি!
সব "আমি" আমরা হতে পারিনি আজও!
আমরা এখন দু'ঘন্টার রাস্তা দশ মিনিটেই পৌছাই!
আমাদের আছে হাজার কোটি টাকার মেট্রোরেল।
অথচ হাজার টাকায় অগ্নিনির্বাপক কেনাতে কি ভীষন অনীহা!!
জীবন যেখানে বারবারই ফেল!!


আগুনের যে ঝুকি আছে, জানা ছিল সবটাই!!
জানতো সেটা সব সংশ্লিষ্ট সরকারি সংস্থাই!
কলমের খোঁচায় নোটিশ তো চলে গেছে,
দায় হয়েছে সারা।
আর কিই বা করার ছিল, আঙ্গুল চুষা ছাড়া!!


পারলে আমাদের ক্ষমা করে দিও
ওপারে ভাল থেকো ফাইরুজ!!


(বিঃদ্রঃ বেইলি রোডে ভবনের আগুনে প্রাণ গেছে শিশু ফাইরুজ কাশেম জামিরার)