একই আকাশ, আমি গুনি রাতের তারা
সাথে আছে সাত বছরের মেয়ে আমার।
একই সময়, পৃথিবীর অন্য প্রান্তে তুমি,
খুজে বেড়াচ্ছো খোলা প্রান্তরে নিরাপদ আশ্রয়
ধেয়ে আসছে মিসাইল আকাশ ছেয়ে।
সাথে আছে সাত বছরে মেয়ে তোমার।


ভাল আছি আজ, আমি বুনি স্বপ্ন আগামীর।
তোমার বর্তমানটাই সংকটাপূর্ণ, আগামীর স্বপ্ন ভেঙ্গে চৌচির।
চাঁদের আলোয় প্লাবিত - সাজানো বাগান আমার!
ধংস্বস্তুপ তোমার আঙ্গিনা, চাঁদেরও নিঃশ্বাস নেয়া ভার!
চাঁদ - সেতো তথাকথিত মানবতার পদতলে
যেখানে আলোর রোশনাই, সেখানেই সে জ্বলে।


থালা ভর্তি খাবার আর উদর পূর্তিতে তৃপ্তির ঢেকুর
যার আছে যতো বাহুবল -সেইতো আমার ঠাকুর।
এক জানোয়ার খাচ্ছে কুড়ে - প্রাপ্যটুকু তোমার,
নবজাতকের মেলেনি রেহাই - নিষ্ঠুর হিংস্রতার।


শান্তির বুলি কপচানো ভন্ড মানবতা!!
তোর কপালে সেই নবজাতকের জুতা!!