মাত্রাবৃত্ত মিল করে ছন্দে,
লিখবোনা আর কবিতা
তালে লয়ে গাইবোনা গান ।
ডাকবোনা তোমায় কাছে আমি,
যদিও হও আকাশেরি চাঁন ।
দেখবোনা রূপ তোমারি,
মায়াবতী কমলা দেবি,
হও যত রূপবতী রূপবান ।
অভিমান ভাঙ্গাতে ছোটবোনা
আর তোমার পিঁছু-পিঁছু,
গোলাপ আর জুঁই চামেলি
যত থাকুক তোমারি ঘ্রাণ ।
যতই থাক গুনবতী,
হবোনা আর প্রম বৈরাগী,
কলব এঁটেছি থাকুক ম্লান ।
কাঁদবোনা চোখের জলে,
হারিয়ে যাব ঘুমের ঘরে ।
প্রেমিকের মনের ডুবন্ত ,
ভালবাসার নীল অভিমান ।