অন্যের সম্পদ আত্মসাতে  অনেক বৃত্তশালী।
ধনের পাহাড় করছে খাড়া করে চোরাকারবারি।
সুদ, ঘুষ, খেয়ে করছে মানুষ বাড়ি আর গাড়ি।
জুলুম অত্যাচার করে সমাজে পাই বড় মাতব্বরি।


জন সমাগমে নেতা স্লোগান তুলে গাইযে ন্যায়ের কথা ।
সাধারণ মানুষে বিরক্তিতে তাঁরা বক্তব্যে নেই মজা।
স্কুল, কলেজ, মাদ্রাসাতে, মসজিদ মন্দির গির্জায়।  
সভাপতি, সম্পাদক, দায়িত্ব নিয়ে করে পেট বুঝায়।


খেলাধুলা, ধর্মীয় জলসা, সাংস্কৃতিক অনুষ্ঠানে,
প্রধান অতিথি, বিশেষ অতিথি সজ্জিত হয়ে সাজে ।
বাড়ি করতে টেক্সট লাগে অনুমতি লাগে বিয়ের।
সততা আজ বলির পাঠা মাটিতে দিচ্ছে গড়াগড়ি।


পাপাচারে দেশের স্বাধীনতার মাটি হচ্ছে  কুলুষিত।
অলি-আউলিয়ার এই দেশেতে এমন কেনো ধর্ম পেশা।
বঙ্গবন্ধু এই দেশের জন্য যৌবন কাটায় ছিল কারাগারে।
৩০ লক্ষ শহীদের আত্ম ত্যাগের বিনিময় সোনার বাংলা।

সিন্ডিকেট আর ছিনতাই ভরা দূষিত আজ মেধা,
হারাম খেয়ে ইবাদাতে তসবিহ মালা জপ করা।
মা-বাবার নেয়না খবর বৃদ্ধাশ্রমে পাঠায়।
অট্টলিকার থেকে করে  সন্তান রিপুর  বড়ায় ।