অন্যর প্রাপ্তিতে
গীবত করো কেনো ?
হে নিন্দুক হিংসুক অভাজন ।


তুমি জাগ্রত হয়ে  উঠো
মস্তিষ্কে ধৌত কর
দেখিবে আলোময় ভুবন ।


জোর হাত করে আসিলা ভবে
যায়তে হবে আবার শূন্য হাতে
মানুষের উপর হিংসা করে
পার পাবে কি পরকালে।


হিংসা-নিন্দা  ছেড়ে দিয়ে
তওবা করো খাস দিলে
ধর্ম বিধান পালন করো
মানুষ  মানুষকে ভালবেসে।