আগের মত হয়না
কাইউম আজাদ


আগের মত আড্ডা হয়না
হয়না বিভিন্ন খেলাধূলা।
সবকিছু আজ প্রিয় অতিত,
যায়না কভু ভুলা।


আগের মত হয়না পথে
দল বেঁধে পথ ছুটা।
বিকাল বেলা হয়না সেই
টম দোকানে চা খাওয়া।


আগের মত বন্ধুরা মিলে
একসাথে হয়না গান গাওয়া।
চাঁন্দের রাইতে সবাই মিলে
হয়না মুড়ি ভর্তা করা।


আগের মত হয়না মধুর সুরে
আব্বা আম্মা মুখ বুলিয়ে ডাকা।
দাদা-দাদীর কিচ্ছা শুনে
হয়না খিলখিল করে হাসা।


আগের মত  চিঠি পত্র
হয়না আদান-প্রদান।
হ্যাজাক জ্বালিয়ে হয়না কিন্তু
বঙ্গের বাউলা যাত্রা জারী পালা।


আগের মত আগুনে জ্বালিয়ে
হয়না হাতলুডি গুডা পিডা পোড়া।
খাওয়া হয়না কলাপাতায় খির
মসজিদ ঘরের গুড়া।