মাঝে মাঝে ভাবি !
বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়বে ।
ক্যানডেল জ্বালিয়ে আলোতে বসে।
তোমাকে নিয়ে একটি কাব্য রচনা করবো
মনের স্বপ্ন গুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে।
কাব্যর শিরোনাম হবে বিলাসিতার টিনের ঘড়।
ছোট্ট একটি  বাড়ি চরের চিকচিকে বালির উপর। ধবধবে সাদা ঢেউ টিনের  ছাউনি ।
বাড়ির চারপাশের সীমানায় টপে লাগানো থাকবে
হলুদ বাহারী পাতার গাছ।
রিচার্জেবল স্পে মেশিনে ,
প্রতিদিন সকাল বিকাল গাছের গুড়ায় ডালবো পানি।
বাড়ির উঠানে থাকবে খুব গহীন পুকুর।
পুকুরের উপরে বাঁশের মাছা।
মাছায় বসে  ফিড ছিটিয়ে দেখবো মাছের উচ্ছ্বাস। রাতের বেলা গগনের তাকিয়ে গুনবো দুইজনে তাঁরা।
ঝোসনা দেখবো তোমার কোলে মাথা রেখে,
সাউন্ড বক্সে শুনবো দোলনচাঁপা গীতবিধান।