হাজার হাজার বছর ধরে
তোমার অপেক্ষায়
বসে রব পথ চেয়ে,
সেদিন তুমি ডাকবে কি মোরে
চেনা নামটি ধরে –
দুটি হিয়া মিশিবে
এক হিয়ে ।
তুমি ধরা দিয়েও
দাও না কেন ধরা
এ কেমন গোপন গোপন খেলা,
আমি সুর খুজে বেড়াই
যদি তারে পাই –
এভাবে কেটে যায়
মোর সারাবেলা ।
আজ ভীষণ বাদলদিনে
সবকিছু যেন নেব জিনে
বিজলি দিতেছে ইশারা,
তোমা ছাড়া আর কিছু নাহি চাহি
তোমায় পেয়েও না পেয়ে
হয়েছি আত্মহারা ।
দুরুদুরু বুকে
এ কোন রাগিনী ওঠে বেজে
চারিদিকে আধারে গেছে ছেয়ে,
পথরেখা হারিয়ে যাবে কি
গভীর তিমিরে !
আমি আছি তোমারই পথ চেয়ে ---