আমায় কে যেন ডাকিছে
ঐ মহাশূন্য হতে
বুঝেও বুঝি না কিছুতে ।
হঠাৎ কেন মহাকাল
জড়িয়ে ধরিল মোরে
জবাব পাইনি কোথাও থেকে ।
আমার খেলা বুঝি
শেষ হলো
খেলা না ফুরাতে ;
এই কি ছিল মোর ভালে ?
হঠাৎ কালের ছোবল
পথে যেতে যেতে ।
নিভু নিভু করেও
দ্বীপ নিভিল না,
পড়ে রইল অনাদরে
এক আঁধার কোণে ।
এ জ্বালা যে বড় জ্বালা
যে জ্বলেছে সেই জানে ,
বারে বারে আসে ইশারা
শান্তি মিলিবে মরণে ।
তোমার ব্যথার মশাল
দিয়েছ অবোধের হাতে,
জীবন তুচ্ছ করেও
পারি না আর বহিতে ।