তুমি যা করেছ
ঠিক করেছ,
এই অভাগার পরে,
পুষ্পমুকুল ফুটতে গিয়ে
হঠাৎ গেল ঝরে ।
ক্ষণে ক্ষণে, মনে মনে
কত কথা ওঠে প্রাণে,
কাহার পানে, অভিমানে
কেঁদে বেড়ায় অচীন বনে ।
সকল কিছু দেবে বলে
বসে আছে চুপটি করে,
তুমি যা করেছ
ঠিক করেছ,
এই অভাগার পরে ।
ঘর ভেঙে ঘর বেঁধেছি
ঐ আকাশের কোলে,
সকল কিছু মুছে গেছে
সবার পদতলে ।
উদাস মনে বসে আছি
হারের মালা পরে,
তুমি যা করেছ
ঠিক করেছ,
এই অভাগার পরে ।
ভয় দিল ভয় ভাঙিয়ে
নিয়ে সর্বস্ব ,
মুক্তি পেয়ে স্বাধীন হলাম
হয়ে নিঃস্ব ।
সুখের দরজা বন্ধ করে
শান্তি পেলাম চিরতরে,
তুমি যা করেছ
ঠিক করেছ,
এই অভাগার পরে ।