তোমার সুরটি দিও গেঁথে
আমার সুরের সাথে,
মলিন ঘরটি সাজিয়ে তুলি
তোমার সুরে মেতে ।


আধার ঘরে, আলো করে
এলো আবার কে রে !
নিশীথ রাতে, দোদুল চিতে
ভেবে শুধু মরে ।
ওরে ! সে এসেছে,  সে এসেছে
গভীর আধার রাতে,
তোমার সুরটি দিও গেঁথে
আমার সুরের সাথে ।


জীবন নদী শুকায় যদি
অচীন পথের ধারে,
নতুন দেশে যাব হেসে
তোমার বীণার সুরে ।
অনেক কিছু হল খেলা
পথে যেতে যেতে,
তোমার সুরটি দিও গেঁথে
আমার সুরের সাথে ।


জীবন দিয়ে শোধ করি
আমার যত ঋণ,
তোমার পরশ একটু দিও
জানায় হীনের হীন ।
কত গান হোল না শোনা
ভাবি যাওয়ার পথে,
তোমার সুরটি দিও গেঁথে
আমার সুরের সাথে ।