হয়তো আমরা কোন এককালে
সকলে উঠিবো একই রথে,
তুমি আমি ভিন্নপথে
মিলিব সথ্যের সাথে ।


যারা দিয়েছে শুধু গালি
আমাদের মাঝে প্রাচীর তুলি,
তুমি ক্ষমা করে দিও
অবোধ শিশুর অবুঝ বুলি ।


যত অন্ধবিশ্বাস, কুসংস্কারের জাল
অসি তুলি তুমি করিও ফালফাল,
মুখোশধারী ধরেছে ধব্জা
আলোর ছোঁয়ায় মিলিবে সাজা ।


একই বৃত্তে মোদের অবস্থান
একই প্রবেশ প্রস্থান,
সমাজের তরে দিয়ে পরাণ
মানবজাতি হয় মহান ।


তুমি ধরিবে হাল
আমি তুলিব পাল,
সসীমকে ধরিয়া ছুটিব অসীমে
জ্ঞানালোকে মহাকাল ।