লজ্জা আমার চোখে
তোমার গান গাহিতে,
পিপাসা মোর বুকে
পারি না সহিতে ।


আছি মহাদ্বন্দ্বে, পড়ি কিসের ধন্দে
আমি বেকুব সবার মাঝে,
হাস্যরসে সকলে, আমি বুঝি বেতালে
অন্ধজালে সবার নীচে ।
মনে জাগে বড় ভয়
পারি না কিছু কহিতে,
লজ্জা আমার চোখে
তোমার গান গাহিতে ।


কে বা ঠিক, কে বা বেঠিক
শুধাই আপনহৃদে,
আমি অন্ধজয়ী, তুচ্ছ ব্রহ্মময়ী
ঘর বেঁধেছি বহু কেঁদে ।
বিষাদে ক্ষণেক্ষণে
কে আসে সান্ত্বনা দিতে
লজ্জা আমার চোখে
তোমার গান গাহিতে ।  


লড়াই মনে মনে - কেবল নিজের সনে
কি আছে কি জানি পারাপারে,
ওহে ভগ্নপথিক,  ঘুরে  দিকবিদিক
কাঁদ কেন ঘরে ফিরে !
পথ নাই পথ নাই
কি ভাবো বসে রুদ্ধপথে,
লজ্জা আমার চোখে
তোমার গান গাহিতে ।


সারাজীবনের ধন,  নাম আর মান
মিলেমিশে করেছে অপমান,
এই কি মৃত্যুসজ্জা ?  হরিছে সকল লজ্জা
তুচ্ছ আজি হয়েছে মহান ।
শেষেরদিনে গাহি তব জয়গান
প্রাণের জ্বালা জুড়াতে,
পিপাসা মোর বুকে
পারি না সহিতে ।


ডেকেছিলাম যাকে পাগল বলে
আমি সেই পাগলের দলে,
ছলে বলে কলা কোশলে
নেশায় ছুটি সব অবহেলে ।
শুধু ভালবাসি আর ভালবাসি
বারেবারে আসি তাই কাছেতে,
লজ্জা নাহি আর চোখে
তোমার গান গাহিতে ।