শুধু কষ্ট
কষ্ট দিয়েছ মোরে,
হারায়ে চিরতরে ;
শুধু দুঃখ –
দুখের সাগরে ভাসালে
ঘুমিয়ে থেকে কালের কোলে ।
নিলে না কেন তোমার সাথে
পাশাপাশি রহিতাম নিদ্রামগন
উঠিতাম জেগে একসাথে
আসিত যবে লগন ।


কোন রাতে এ দুচোখে
ঘুম আসে না
কাকে যেন খুঁজে চলে ;
ও চাঁদ – আজ রাতে
গল্প করো আমার সনে ।
আমি একা
বড় একা
নিঃস্ব রিক্ত এক ভিখারী ;
পথের ধুলায় আমার ঘর,
মিতালি করিবে আমার সনে ?
ভালবাসা ছাড়া
আর কিছু নেই মোর কাছে ।