জীবনটা এলোমেলো
মুখে খোঁচাখোঁচা দাঁড়ি,
পকেটে নেই কানাকড়ি
ভালবাসা খায় গড়াগড়ি ।


চটির ফিতে ছেঁড়া
প্যান্টটা হয়েছে ছোট,
জামার পকেট ফুটো
দুবেলা ভাত নেই দুমুঠো ।


আকাশ উঁকি মারে ঘরে
বরষায় জলে জল,
শীতকালে ছেঁড়া কম্বল
শুধু এইটুকু সম্বল ।


মুক্ত হিমেল পরশ
উড়ে চলে সারস,
মনে জাগে সাহস
কে নেবে মোর হরষ !