তুমি অমৃত এনে
সাজিয়ে দিলে
আমার থালার পরে,
গরল ভেবে তাকে আমি
দিলেম ফেলে
পথের ধুলার পরে ।


তুমি দূর হতে
রইলে চেয়ে
এই অধমের পরে,
খেলা তার শেষ হলে
ডাকবে কখন
তোমার নামটি ধরে ।


সে খেলা শেষে
লজ্জা পেয়ে
নিজেকে লুকিয়ে রাখে,
শিয়রে তুমি দাঁড়িয়ে আছো
ভীরু চোখে
সে ফিরে দেখে ।