এতোটা পথ যখন পেরিয়ে এসেছি
পারবো আর বাকী পথ পেরোতে,
তা যতই বন্ধুর হোক – রুক্ষ হোক ;
এ শক্তি – এ সাহস – এ নির্ভয়তা
আছে মোর প্রাণে ,
যেথায় কাণ্ডারী আছে বসে –
এটা আমি গেছি জেনে ।
আমাকে কারা যেন ভাঙতে চেয়েছিল
ছিন্ন ভিন্ন করতে চেয়েছিল
অকালের কোলে,
সংগ্রামের পর সংগ্রাম চলেছে
তবুও পারেনি ।
পরাজিত হয়ে ক্লান্তিতে নয়ন মুদেছি
ভাবিনি –
আবার চক্ষু মেলতে পারবো কিনা !
এবার চেয়ে দেখি
শুয়ে আছি তোমার কোলে,
কোন বাঁধন নেই আর –
মুখোমুখি হলেম তোমার সম্মুখে ।