এবার আমায় দাও বিদায়
অনেক খেলেছি খেলা,
আর ভালবেসো না
আমার বনমালতীর মালা ।


কর অপমান, যায় যাক মান,
শুধাব না কিছু,
দাও আঘাত, ভেঙে যাক প্রাসাদ,
ছুটি না যেন পিছু ।
পারি না ছাড়তে
পড়ে যে গেল বেলা,
এবার আমায় দাও বিদায়
অনেক খেলেছি খেলা।


হারিয়ে হায়া, ধরি তব ছায়া,
কি করে বোঝাই তোমা !
যত করি ভুল, দিয়ে যাই মাশুল,
ভাঙিল না ভুল আমা।
জীবন মরণ খেলা
এ তোমার কেমন মেলা,
এবার আমায় দাও বিদায়
অনেক খেলেছি খেলা।


কে ডাকে আমায়, হাতে নাই সময়,
করিছে শুধু হাকডাক,
ধরিতে তোমায়, নাই কোন উপায়
সবকিছু যায় যাক।
আবার এসে করিব খেলা
রেখো দ্বার খোলা,
এবার আমায় দাও বিদায়
অনেক খেলেছি খেলা।