সময় থেমে থাকে না
মহাকাশে দেয় হাতছানি,
রাজা-ভজা-কিষাণ-শ্রমিক
সময়ের কাছে হারমানি ।


যে সময় চলে যায় একবার
ফিরে আসে না আর কখনও,
অবুঝ মন কেঁদে কেঁদে বেড়ায়
বুঝেও বোঝে না তবুও ।


ছোটবেলার আকাশ বাতাস
হৃদে দোলে একভাবে,
সময়ের সাথে সাথে
সে ধরা দেয় নতুনভাবে ।


এর শুরু নেই –শেষ নেই
জানি না – কী বা আছে,
যেন এক পিপিলিকার মতো
পড়ে আছি বিশ্বমাঝে ।  


সে কোথা যায় – কেন যায়
কে বা জানে,
আমি হায় – নিরুপায়
চেয়ে রই আকাশপানে !