কাকলী মাইতি

জন্ম তারিখ ২৫ জুন ১৯৭১
জন্মস্থান হলদিয়া/পূর্ব মেদিনীপুর, ভারতবর্ষ
বর্তমান নিবাস হলদিয়া/পূর্ব মেদিনীপুর, ভারতবর্ষ
পেশা শিক্ষকতা
শিক্ষাগত যোগ্যতা সাম্মানিক ডিগ্রি

হলদিয়া শহরের সুতাহাটা নামক একটি ছোটো অঞ্চলে শহুরে-গ্রামীন পরিবেশে জন্মগ্রহন করেন। ছোটো থেকে পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ ছিল। শুধুমাত্র পড়াশোনা নয়, তিনি ছোটো থেকে গান, কবিতা পাঠ ও তাঁর সঙ্গে সঙ্গে কবিতার লেখারও একটু ঝোঁক ছিল আর সেখান থেকেই নিজের সুপ্ত প্রতিভাকে সঞ্চারিত করেন তাঁর কিছু মহৎ সৃজনশীল কাজের মাধ্যমে। হলদিয়া সরকারী মহাবিদ্যালয় থেকে সমাজবিদ্যা বিষয়ের উপর সাম্মানিক পদে বিশেষ সন্মান করে। বর্তমানে শিক্ষকতা করলেও জীবন এত সহজ নয়। জীবন যুদ্ধের ঘাত-প্রতিঘাতে ক্লান্ত প্রাণ এক মানব জীবনকে কঠোরতা নয়, কোমল হওয়ার শিক্ষা দেয় আর কিভাবে হাজার হাজার প্রতিকূলতা কাটিয়ে জীবন কে স্বাভাবিক এর থেকে অনেক দুরে এক সৃজনীসত্তার অংশ করা যায়, তা কবি কাকলী মাইতি-র জীবনদর্শনে লক্ষ্যনীয়। আর আজ জীবন যুদ্ধে বিজয়ী প্রতিভা কবিতা ডট কম-এর সাহায্যে আজ কবি হিসাবে পরিচিতি লাভ করতে পেরেছে।

কাকলী মাইতি ৬ বছর ২ মাস হলো বাংলা-কবিতায় আছেন।