জীবন! তুমি কেমন আছো?
যুদ্ধ যুদ্ধ খেলায় বাঁচো?
মনকে তোমার মনে পড়ে?
খেলতে খেলতে যেত উড়ে!
যুদ্ধকে আজ সাথি করে,
আমায় বুঝি গেছই ভুলে!
এখনও তুমি সৈন্য সাজো,
বন্ধু সম প্রানকে খোঁজ?
প্রান মানেনা কোনো যুক্তি!
পারলে তাকে দিও তুমি মুক্তি!!
আমরাতো বেশ ভালোই ছিলেম,
যখন তখন সঙ্গ দিতেম...
তুমি যদিও চাইতে ত্রান,
ছাড়তোনা তোমায় শরীর ও প্রান...
আমরা এখন হয়েছি তিন!
তুমিও তাই একটু মলিন...
আজ হঠাৎ কি যে হলো,
বড্ড তোমায় মনে পড়লো!
তাইতো শুধাই আবার ওরে,
আমায় কি তোমার মনে পড়ে?
সময় পেলে একটু এসো,
আগেই মতোই ভালোবেসো!!
ফিরে এসো বন্ধু আমার,
মনকে করো আবার তোমার...