কিছু

কিছু অঙ্কের সমাধান নেই।
কিছু মুহূর্ত শুধু স্মৃতির তরে।
কিছু অভ্যাস বদলাতে নেই,
কিছু গোপনীয়তা সঙ্গে করে।

কিছু তুমি কে খুঁজে পাইনা।
কিছু প্রিয় মানুষের নেই দেখা।
কিছু আমার, আমি চাইনা।
কিছু চাওয়া না পেয়ে বড়ো একা।

কিছু গল্প আজ মুখচোরা।
কিছু উপন্যাস মানুষের সঙ্গে।
কিছু উপহাস হয়না করা,
কিছু যন্ত্রণা রেখে দি অঙ্গে।

কিছু মানুষ সঙ্গ পায়না,
কিছু ধূসর রঙা কারণে।
কিছু মানুষকে ভোলা যায়না,
কিছু স্মৃতি থাকে স্মরণে।

কিছু প্রেমে প্রেম নেই।
কিছু শত্রুতায় আছে বন্ধন।
কিছু আবেগ আছে জমেই।
কিছু হাসি আর কিছু ক্রন্দন।

কিছু শর্ত দেওয়া অকারণে
কিছু ধূর্ত কাজের চক্করে।
কিছু কাজ করি শত বারণে
কিছু বুদ্ধির ছক করে।

কিছু কবিতা লিখি অজান্তে।
কিছু ছন্দ মিলতে চায় রোজ।
কিছু গল্পের দেখি যেই অন্তে...
কিছু তথ্যের মেলেনা তো খোঁজ।

কিছু আবেগ ছন্দ দিয়ে আঁকি...
কিছু আনন্দ আর দুঃখ সাথে মেখে!
কিছু স্মৃতিকে দিয়ে যাই ফাঁকি...
কিছু কোটরে তালা দিয়ে রেখে।

কিছু কথার শেষ হয়েও শেষ নেই।
কিছু কথা শেষ হয়েও হয় শুরু।
কিছু কথা শেষ হলেই তবে জমে।
কিছু কথা শুরুতেই শেষ হয় গুরু।

*গতবছর আজকের দিনে লেখা। আজকের দিনে এটা খুবই প্রাসঙ্গিক!